- ময়মনসিংহ-কিশোগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্পঃ
কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন RNMP- II প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহের রঘুরামপুর থেকে কিশোরগঞ্জ এর বটতলী পর্যন্ত 57 কিঃমিঃ সড়কে 18 ফুট থেকে 30 ফুট প্রশস্ততায় উন্নীত করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় ময়মনসিংহের সাথে কিশোরগঞ্জ এর যোগযোগ সময় হ্রাস পেয়েছ।
কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন কিশোরগঞ্জ থেকে হোসেনপুর পর্যন্ত 14 কিঃমিঃ সড়কে RNMP-II প্রকল্পের মাধ্যমে 12 ফুট থেকে 18 ফুট প্রশস্ততায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে 90 মিটার দীর্ঘ এবং 60 মিটার দীর্ঘ 2টি সেতু নির্মাণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হওয়ায় গফরগাঁও এর হোসেনপুর উপজেলার সাথে কিশোরগঞ্জ এর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে।
- ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ প্রকল্প:
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ প্রকল্পটির এলাইনমেন্ট ইটনা উপজেলা পরিষদ থেকে চিলনী, শান্তিপুর, মাহমুদপুর, ঢাকী, বোরনপুর, মিঠামইন, ভাতশালা, কাস্তল গ্রাম হয়ে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত। প্রকল্পের আওতায় ৯১.৫২ হেক্টর ভূমি অধিগ্রহণ, ২৯.১৫ কিলোমিটার সড়কবাঁধ ও ৭.৪০ মিটার প্রশস্থ ফেক্সিবল পেভমেন্ট, ৫.০৯ লক্ষ বর্গমিটার সি.সি. ব্লক-জিওটেক্সটাইল সহ স্লোপ প্রটেকশন, মোট ৪৪ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি বক্স-কালভার্ট, মোট ১৫৪.৩৫ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি সেতু ও মোট ৫৯০.৪৯ মিটার দৈর্ঘ্যের ৩টি পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে।
সড়কটি নির্মিত হলে এ তিনটি উপজেলার মধ্যে বছর ব্যাপী চলাচল উপযোগী সড়ক নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে অষ্টগ্রাম উপজেলার মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাথে তথা রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। এতে এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সূচিত হবে।
প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যায়, 2019 সালের মধ্যেই তিনটি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের স্বপ্ন বাস্তবায়িত হবে।