Wellcome to National Portal
Main Comtent Skiped

About RHD

অফিস পরিচিতি

১৯৪৭ সনে ভারত ও পাকিস্তান বিভক্তির পর কেন্দ্রীয় পাকিস্তানের সকল নির্মাণ কার্যাদি সম্পাদনের ভার গণপূর্ত বিভাগের উপর ন্যাস্ত হয়। যোগাযোগ ব্যবস্থা ও পূর্ত নির্মাণ (C & B) পূর্ব পাকিস্তানের সরকার দ্বারা পরিচালিত হয় পরবর্তীতে ১৯৬২ সনে (C & B) দুই ভাগে বিভক্ত হয়ে ১টি গণপূর্ত অধিদপ্তর ও অন্যটি সড়ক ও জনপথ অধিদপ্তর হয়। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক সমূহ সহ গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় প্রায় ২১,৪৮১ কিঃমিঃ সড়ক, ৪৫০৭ টি ব্রিজ, প্রায় ১৩,৭৫১ টি কালভার্ট রয়েছে। কিশোরগঞ্জ সড়ক বিভাগ ময়মনসিংহ সড়ক জোন এবং ময়মনসিংহ সড়ক সার্কেলের আওতাভুক্ত। এই সড়ক বিভাগের আওতাধীন প্রায় ৪০০ কিঃ মিঃ সড়ক রয়েছে।