Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Recent Achievements

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

সড়ক ও জনপথ অধিদপ্তর মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত চার অর্থবছরে কিশোরগঞ্জ সড়ক বিভাগ কর্তৃক এডিপিভূক্ত উজানচর-বাজিতপু-অষ্টগ্রাম (বাজিতপুর-অষ্টগ্রাম অংশ) সড়ক নির্মাণ প্রকল্প, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক নির্মাণ প্রকল্প, ইটনা-বড়ইবাড়ী-চামড়াঘাট সড়ক নির্মাণ প্রকল্প, বৃহত্তর ময়মনসিংহ জেলার 2টি সড়ক নির্মাণ প্রকল্প, কিশোরগঞ্জ-নিকলী (মোহরকোনা সংযোগ সহ) সড়ক নির্মাণ প্রকল্প, একদরিয়া-পোড়াদিয়া-আগরপুর সড়ক নির্মান প্রকল্প, ভৈরব-মেন্দিপুর সড়ক নির্মাণ প্রকল্প,ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্চ প্রকল্প, পিএমপি (সড়ক), পিএমপি (সেতু/কালভার্ট) ও পিএমপি (মাইনর) কর্মসূচীর আওতায় সর্বমোট ২১.৩৯ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট ,৩৫.১৮ কিলোমিটার রিজিভ পেভমেন্ট, ৪৬.০৬ কিলোমিটার প্রশস্তকরন, ১৮.০৬ কিলোমিটার মজবুতিকরন, ১২০.০০ কিলোমিটার ওভারলে, ৮৫.০০ কিলোমিটার কার্পেটিংসহ সিলকোটকাজ, ৮৭১.৫৮ মিটার সেতু ও ২০৭.00 মিটার কালভার্ট নির্মান/পুন: নির্মান করা হয়েছে।