Wellcome to National Portal
Main Comtent Skiped

Project Name
Itna - Mithamain - Austragram Road Construction Project
Details

দেশের উত্তর - পূর্বাঞ্চলের  জেলা কিশোরগঞ্জ এক প্রান্তে বিস্তীর্ণ হাওড় এলাকা নিয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার অবস্থান। এলাকার জনসাধারণ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে জীবন যাপন করেন। হাওড় অধ্যুষিত এলাকাটি বছরে অর্ধেক সময় জলমগ্ন থাকে। অনগ্রসর ও দূর্গম এলাকা জনসাধারেণর জীবনমান উন্নয়নে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন। 

কিন্তু ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা তিনটির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নৌ-যান যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রকল্পের আওতায় সড়কটি নির্মিত হলে এ তিনটি উপজেলার মধ্যে সড়ক নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে অষ্টগ্রাম উপজেলার মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাথে তথা রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। ফলে এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সূচিত হবে। সারা বছর চলাচল উপযোগী আন্তঃউপজেলা সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ইটনা - মিঠামইন - অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ প্রকল্পটি ১৭ ফেব্রুয়ারী, ২০১৫ তারিখে ৪৩৮.৩৫ কোটি টাকা ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয়।

প্রকল্পের মেয়াদ ০১ জানুয়ারী, ২০১৫ হতে ৩০ জুন, ২০১৮ পর্যন্ত। প্রকল্পটির এলাইনমেন্ট ইটনা উপজেলা পরিষদ থেকে চিলনী, শান্তিপুর, মাহমুদপুর, ঢাকী, বোরনপুর, মিঠামইন, ভাতশালা, কাস্তল গ্রাম হয়ে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত। প্রকল্পের আওতায় ৯১.৫২ হেক্টর ভূমি অধিগ্রহণ, ২৯.১৫ কিলোমিটার সড়কবাঁধ ও ৭.৪০ মিটার প্রশস্থ ফেক্সিবল পেভমেন্ট, ৫.০৯ লক্ষ বর্গমিটার সি.সি. ব্লক-জিওটেক্সটাইল সহ স্লোপ প্রটেকশন, মোট ৪৪ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি বক্স-কালভার্ট, মোট ১৫৪.৩৫ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি সেতু ও মোট ৫৯০.৪৯ মিটার দৈর্ঘ্যের ৩টি পিসি গার্ডার সেতু নির্মাণ করা হবে। 

Start
01/01/2015
End
30/06/2020
Project Type
adb
Latest Status
31/01/2019
label.Details.title

দেশের উত্তর - পূর্বাঞ্চলের  জেলা কিশোরগঞ্জ এক প্রান্তে বিস্তীর্ণ হাওড় এলাকা নিয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার অবস্থান। এলাকার জনসাধারণ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে জীবন যাপন করেন। হাওড় অধ্যুষিত এলাকাটি বছরে অর্ধেক সময় জলমগ্ন থাকে। অনগ্রসর ও দূর্গম এলাকা জনসাধারেণর জীবনমান উন্নয়নে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন। 

কিন্তু ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা তিনটির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নৌ-যান যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রকল্পের আওতায় সড়কটি নির্মিত হলে এ তিনটি উপজেলার মধ্যে সড়ক নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে অষ্টগ্রাম উপজেলার মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাথে তথা রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। ফলে এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সূচিত হবে। সারা বছর চলাচল উপযোগী আন্তঃউপজেলা সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ইটনা - মিঠামইন - অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ প্রকল্পটি ১৭ ফেব্রুয়ারী, ২০১৫ তারিখে ৪৩৮.৩৫ কোটি টাকা ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয়।

প্রকল্পের মেয়াদ ০১ জানুয়ারী, ২০১৫ হতে ৩০ জুন, ২০১৮ পর্যন্ত। প্রকল্পটির এলাইনমেন্ট ইটনা উপজেলা পরিষদ থেকে চিলনী, শান্তিপুর, মাহমুদপুর, ঢাকী, বোরনপুর, মিঠামইন, ভাতশালা, কাস্তল গ্রাম হয়ে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত। প্রকল্পের আওতায় ৯১.৫২ হেক্টর ভূমি অধিগ্রহণ, ২৯.১৫ কিলোমিটার সড়কবাঁধ ও ৭.৪০ মিটার প্রশস্থ ফেক্সিবল পেভমেন্ট, ৫.০৯ লক্ষ বর্গমিটার সি.সি. ব্লক-জিওটেক্সটাইল সহ স্লোপ প্রটেকশন, মোট ৪৪ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি বক্স-কালভার্ট, মোট ১৫৪.৩৫ মিটার দৈর্ঘ্যের ৭টি আরসিসি সেতু ও মোট ৫৯০.৪৯ মিটার দৈর্ঘ্যের ৩টি পিসি গার্ডার সেতু নির্মাণ করা হবে। 

Job description
Bridge
Attachments